কলকাতার একটি অভিজাত ব্যাংকুয়েট এ হয়ে গেল সুন্দরীদের সমাহার, ছিলেন শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার ও তার সাথে শারদ সুন্দরীর 12 জন প্রতিযোগী। এবছর পরিস্থিতি ছিল একটু অন্যরকম, প্রতি বছর পুজোর সময় এই শারদ সুন্দরী অনুষ্ঠিত হয় কিন্তু এ বছরে পরিস্থিতি অন্য থাকায় এই অনুষ্ঠান একটু দেরিতে শুরু হলো. তবে ওই যে বলে বেটার লেট দ্যান নেভার তাই জমজমাট ভাবেই সূচনা হয়ে গেল শারদ সুন্দরীর. এবছর আট বছরে পা দিল. করোনা পরিস্থিতির জন্য পুজোর সময় অর্থাৎ 2020 এর অক্টোবর মাসে এই অনুষ্ঠান আয়োজিত করা যায়নি. সর্বসমক্ষে আয়োজন না হলেও এই অনুষ্ঠানের এনরোলমেন্ট ছিল ভার্চুয়ালি অর্থাৎ প্রায় 15000 প্রতিযোগী এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করেন।
এর মধ্যে থেকে তিরিশ জন প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে আসার জন্য এবং তার থেকে বেছে নেওয়া হয় সেরা 12 জন সুন্দরী কে. এদিন হয়ে গেল কার্টেন রেজার. অর্থাৎ, সুন্দরীদের মুখ থেকে পর্দা সরিয়ে তাদের জনসমক্ষে আনা হল পরিচিত করানো হলো সাংবাদিক সহ অন্যান্যদের সঙ্গেও. স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা. তিনি ভাবতেও পারেননি যে এই পরিস্থিতিতে এত ভালো একটা অনুষ্ঠান তারা করতে পারবেন. তিনি এর জন্য সবাইকে ধন্যবাদ জানান। আরো বলেন এতজন সুন্দরীর মধ্যে থেকে মাত্র 12 জনকে বেছে নেওয়াটা তাদের জন্যে একটু হলেও কষ্টকর ছিল কারণ প্রত্যেকেই ছিল রূপে-গুণে অপরূপা তাই সেই অপরূপার মধ্যে থেকে একজন অদ্বিতীয়া কে বেছে নেওয়াটা একটু হলেও কঠিন ছিল তবে তিনি এই অনুষ্ঠানকে ঘিরে খুবই উচ্ছ্বসিত এবং তিনি আশাবাদী যে আগামী 6 ফেব্রুয়ারি লেক ক্লাবের অনুষ্ঠানে তিনি ব্যাপক সাড়া পাবেন এবং আমরাও তার সাথে আশাবাদী যে এই অনুষ্ঠান ব্যাপকভাবে সাফল্য পাক। শারদ সুন্দরীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান হবে আগামী 6 ফেব্রুয়ারি লেক ক্লাবে. সেদিন ই কার মাথায় সেরা সুন্দরীর মুকুট ওঠে সেটা দেখার জন্য এখন অধীর অপেক্ষায় কলকাতাবাসী।

