in

পার্থসারথি দত্ত শর্মার একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মন্ত্রী জাভেদ আহমেদ খান

প্রযুক্তিবিদ ছেলের ২৮ তম জন্মদিনে গর্ভধারিণী মা রূপে পুত্রের ক্যামেরায় তোলা ৪৭ টা আলোকচিত্র নিয়ে ‘কোলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর এ সি নিউ গ্যালারি’ (A C New Gallery, Academy of Fine Arts, Kolkata)-তে ‘এ গ্র্যাণ্ড ফটোগ্রাফি এক্জিবিজন অব পার্থসারথি দত্ত শর্মা’ (A Grand Photography Exhibition of Partha Sarathi Dutta Sharma) শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী উপহার দিলেন পদ্মিনী দত্ত শর্মা (Padmini Dutta Sharma)।

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার এবং পাঞ্চালী মুন্সী [Anupam Halder (Jt. Commissioner), Panchali Munshi (Jt. Commissioner), Dept. of Finance, Govt. of West Bengal]-কে সাথে নিয়ে ফিতে কেটে প্রদর্শনী কক্ষের দ্বারোদ্ঘাটন করে ও পরে মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan, MIC Disaster Management, Government of West Bengal)।
জন্মদিনের অনুষঙ্গ রূপে মন্ত্রী ও অন্যান্য অতিথিবর্গের উপস্থিতিতে কেক কেটে উৎসবের সূচনা করেন পার্থসারথি দত্ত শর্মা।

প্রবাসী ছেলের জন্মদিন একটু অন্যভাবে উদযাপন করতে পেরে মা যতটা খুশি, ছেলে তার দশগুণ খুশি।
প্রদর্শনীতে উপস্থিত মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান, “মায়ের আশীর্বাদ ধন্য ছেলে হিসেবে পার্থসারথি ভবিষ্যতে সুনামের অধিকারী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
বিশেষ অতিথি রূপে প্রদর্শনীতে উপস্থিত হয়ে অর্থ দপ্তরের অন্যতম জয়েন্ট কমিশনার তথা খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার জানান, “প্রত্যেক ঘরে ঘরে যদি পদ্মিনী দত্ত শর্মা-র মতো একজন মা থাকেন তাহলে কোন ঘর থেকেই প্রতিভা স্ফূরণের ঘাটতি থাকবে না।”
অন্যদিকে পাঞ্চালী মুন্সী বলেছেন, “প্রদর্শনীর প্রত্যেকটা ছবিই আপন গুণে স্বতন্ত্র। আশা করব প্রদর্শনী মানুষের মন জয় করবে।”

পরে প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন কোলকাতা পুলিসের অন্যতম শীর্ষ আমলা দ্যূতিমান ভট্টাচার্য [Dyutiman Bhattacharyay(IPS)]।

Report

What do you think?

100 points
Upvote Downvote

Written by Souvik Saha

Discover the mind behind Cine Kolkata – Souvik Saha, an innovative entrepreneur and editor. With a passion for authentic news, he's the driving force behind Cine Kolkata's captivating film, atoz entertainment, sports, and lifestyle coverage. Souvik also heads Cine Digital, a digital marketing agency, expanding his impact across the digital realm.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

Nazifa Tushi and Mejbaur Rahman Sumon in Kolkata today to promote their Bangladeshi film Hawa, which has been nominated for the 95th Academy Awards (Oscars)

2022 Bengali films