মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব প্রতিবছরই চমক নিয়ে আসে। এবারের চমক ঢাক উৎসব। মহালয়ার বিকেলে আইটিসি সোনারে আয়োজিত হল এই উৎসব। একসঙ্গে বিক্রম ঘোষ অমিতকুমার, হরিহরণ, শান, জুবিন গর্গ এমনকি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ঢাকের কাঠির বোলে ঢাক উৎসব মাতালেন সঙ্গে ছিলেন বাংলার বিভিন্ন জেলার ঢাক শিল্পীরা। এদিনই প্রকাশিত হল বহু প্রতীক্ষিত বিক্রম ঘোষের সুরে পুজোর গান ‘আজ বাজা তুই ঢাক‘।
বিক্রম ঘোষের ঢাক সহ বিভিন্ন তালবাদ্যের বাজনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের সেরা সাত শিল্পী অমিত কুমার, হরিহরণ, সান, যুবিন গর্গ, মহালক্ষী আইয়ার, সোনা মহাপাত্র এবং কৌশিকী চক্রবর্তী। গানটি হিন্দিতে প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে। এছাড়াও এই অ্যালবামে থাকছে বিক্রম ঘোষের সুরে এই শিল্পীদের কন্ঠে একক অথবা দ্বৈতকণ্ঠে গাওয়া নতুন পুজোর গান। এদিনের অনুষ্ঠানে বিক্রম ঘোষ সহ উপস্থিত শিল্পীরা ‘আজ বাজা তুই ঢাক’ গানটি লাইভ পার্ফম করেন। এদিনের অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত শিল্পীরা ছিলেন চালতাবাগান ক্লাব কর্তৃপক্ষের পক্ষে সন্দীপ ভুতুরিয়া সহ বিশিষ্টজনেরা। এদিন ওড়িশার শঙ্খ ধ্বনির দল শঙ্খ বাদনে মুগ্ধ করেন উপস্থিত দর্শক শ্রোতাদের। শান্তিনিকেতনের লোকশিল্পীদের পরিবেশনাও উল্লেখ করার মতো। সমগ্র অনুষ্ঠানটির যোগিতায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং প্রভা খৈতান ফাউন্ডেশন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা গৌরী বসু।

ছবি সৌজন্যে : বুলান
