in

প্রকাশ্যে এলো সৃজিতের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ওয়েব সিরিজের টিজার

সৃজিত মুখোপাধ্যায়েরও (Srijit Mukherjee) নতুন ওয়েব সিরিজ – ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। বাংলাদেশের লেখক মহম্মদ নাজিম উদ্দিনের খ্যাতনামা উপন্যাস নিয়ে টলিউড পরিচালকের ওয়েব সিরিজ তৈরির ঘোষণায় অনেকেই কৌতূহলী হয়ে উঠেছিলেন।এবার প্রকাশে এলো টিজার।

সিরিজটিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) এবং রাহুল বোস (Rahul Bose) তবে অনির্বাণ ও রাহুলের মতো দুর্ধর্ষ অভিনেতার পাশাপাশি আরও এক হেভিওয়েট অভিনেতাকে দেখা যাবে এই সিরিজে। রয়েছেন অঞ্জন দত্ত (Anjan Dutta)। থাকছেন ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তীও (Anirban Chakraborty)। এছাড়াও এই ওয়েব সিরিজে মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন ।১৩ই অগাস্ট হৈচৈ প্লাটফর্মে মুক্তি পাবে সিরিজটি

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published.

Loading…

0

অনিরুদ্ধ রায় চোধুরীর পরের ছবিতে ক্রাইম রিপোর্টারের চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে

টিভিতে কামব্যাকের জল্পনা উড়িয়ে দিলেন যশ দাসগুপ্ত