টেলিপাড়ায় জোর জল্পনা রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসাবেই নাকি ছোটপর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত, তবে অন্য সুর অভিনেতার গলায়।এমনটাই জানা যাচ্ছে ।টেলিভিশনই থেকেই এসেছিলো সাফল্য তারপর টেলিভিশন ছেড়ে ফিল্ম কেরিয়ার শুরু করবার পর আর ওদিকে ফিরেও তাকাননি যশ ।কিন্তু করোনাকালে জিত,দেব, অঙ্কুশ, আবির-সহ টলিউডের প্রথম সারির নায়কদের আজকাল দেখা যাচ্ছে ছোটপর্দায়। দিন কয়েক ধরেই টেলিপাড়ায় জোর জল্পনা শীঘ্রই নাকি টেলিভিশনের পর্দায় ফিরছেন যশ। একটি রিয়ালিটি শো-এর অংশ হিসাবেই দেখা যাবে ‘তাকে।
কিন্তু এবার জল্পনায় জল ঢাললেন স্বয়ং অভিনেতা নিজে অভিনেতা জানিয়েছেন তিনি ছোট পর্দায় এই মুহূর্তে ফিরছেন না, এই খবর সম্পূর্ণ মিথ্যে।
শেষ ‘SOS কলকাতা’ ছবিতে দেখা গিয়েছিল যশ দাশগুপ্তকে। এছাড়া সুজিত মণ্ডলের পরিচালনায় সুরিন্দর ফিল্মসের একটি ছবির শ্যুটিং করোনাকালের আগেই শুরু করেছিলেন যশ। সেই ছবির ডাবিংও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবিতে প্রথমবার পর্দায় দেখা যাবে যশ-প্রিয়াঙ্কা জুটিকে ।
GIPHY App Key not set. Please check settings