মানুষ যেমন কাজ করবে তার ফল এই জন্মেই ভুগতে হবে এই নিয়েই রিঙ্গোর নতুন সিনেমা কর্মা । ছবির কেন্দ্রীয় চরিত্র সঞ্জনার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা পৃথা সেনগুপ্ত।সিদ্ধার্থর চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য ।
সাহেব পৃথা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিউক বসু, শাওলি চট্টোপাধ্যায়, পায়েল রায়, বিশ্বজিৎ ঘোষ, অঙ্কিতা রায়।
ছবিটি প্রযোজনা করেছেন রাজীব মেহরা । আড্ডাটাইমসে মুক্তি পেয়েছে সিনেমাটি।
GIPHY App Key not set. Please check settings