নতুন জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঈশা সাহা ছবির নাম ‘তরুলতার ভূত ‘।পরিচালক দেব রায় পরিচালিত এই ছবি মুলত হরর , কমেডির মেলবন্ধন।সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ।
ঈশা, ইন্দ্রনীল ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়, রাহুল দেব বোস, প্রসূন সাহা, সুমিত সমাদ্দার, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

ছবির গল্প কলকাতা থেকে একটা দল দূর গ্রামে পিকনিক করতে আসে একটা নার্সারি ফার্মে। নানারকম মানুষ সব, তাদের হাসিঠাট্টা, পিছনে লাগা, খামখেয়ালিপনা নিয়ে জমজমাট ব্যাপার। তারই মধ্যে সম্পর্কের চোরা টান, অতীতের দুঃসহ স্মৃতি উঁকি মারে কখনও কখনও। গ্রামে এসে তারা ‘তরুলতার দিঘি’-র গল্প শোনে। সেখানে নাকি দহ আছে, সেখানে তরুলতার ভূত থাকে। একলা ছেলে কাছে পেলে ডুবিয়ে মারে। এদিকে হঠাৎ পথ অবরোধ। দলটির রাতে আর কলকাতা ফেরা হবে না, থেকে যেতে হবে।এইভাবেই এগোয় ছবির গল্প
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন উপল সেনগুপ্ত। সিনেমাটোগ্রাফি জয়দীপ বসুর এবং সম্পাদনা সুজয় দত্ত রায়ের।
