‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম হয়ে ঢাকায় আলোচনায় এলেও এর আগেই বলিউড সিনেমায় কাজ করেন তানজিয়া জামান মিথিলা। সেই ছবি ‘রোহিঙ্গা’ ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে অ্যাপল টিভি প্লাসে।
ছবিটি পরিচালনা করছেন হায়দার খান । বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক।
আড়াই মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওতে ওঠে এসেছে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য। যার কেন্দ্রে রয়েছেন মিথিলা।
উদ্বাস্তুরা সন্ত্রাসী নয়, তারা প্রথমই সন্ত্রাসবাদের প্রথম ভুক্তভোগী— এমন একটি লাইন দিয়ে শুরু ট্রেলার। সেখানে রোহিঙ্গা দুঃখ-কষ্টের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক দিক ওঠে এসেছে।
২০২০ সালে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মিথিলা। তিনি বলেন, ‘এটি বলিউডের ভিন্নধারার সিনেমা। এখানে রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। ভালো লাগছে অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে।’
‘সিনেমাটা হলে মুক্তি পাচ্ছে না বলে আমার মন কিছুটা খারাপ। করোনায় সবকিছু এলোমেলো হয়ে গেল। তারপরও মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। সিনেমাটার জন্য আমিও অপেক্ষা করছি।’
‘রোহিঙ্গা’র পরিচালক হায়দার খান বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
GIPHY App Key not set. Please check settings