বড়সড় ঘোষণা করে ফেললেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)।এবারের ঈদে বাংলার দর্শকদের জন্য থাকছে বড় চমক। তাঁর ছবি চেঙ্গিজ (Chengiz) শুধু বাংলাতে নয়। একই সঙ্গে, একই দিনে মুক্তি পাবে হিন্দি ভাষাতেও। সোশ্যাল মিডিয়ায় এমন চমক দিয়ে জিৎ জানালেন, বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এরকম ঘটতে চলেছে। তবে শুধু এই ঘোষণা নয়। সঙ্গে জিৎ শেয়ার করলেন চেঙ্গিজ ছবির নতুন পোস্টারও। ছবিটি মুক্তি পাবে ২১ এপ্রিল।
জিতের সমসাময়িক অনান্য নায়করা যখন ব্যস্ত একটু ভিন্নস্বাদের ছবি করতে জিৎ কিন্তু তখনও বাংলা বাণিজ্যিক ছবির ক্ষেত্রে ফাটিয়ে অভিনয় করে চলেছেন।
We are glad to announce that #CHENGIZ will be the first-ever Bengali film to have a simultaneous Hindi release.#ThisEid #21stApril@susmita_cjee @rohitroy500 @shatafFigar #RajeshGanguly @neerajpofficial #AnilThadani @silvastunt @ImranSardhariya #AnbuSelvan pic.twitter.com/c5hPXidGD2
— Jeet (@jeet30) March 21, 2023
গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি ‘চেঙ্গিজে’র মধ্যে দিয়ে ফের অনুরাগীদের সারপ্রাইজ দিতে চলেছেন জিৎ। জিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জী, রোহিত রায় প্রমুখ।
জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
GIPHY App Key not set. Please check settings