টলিউডে নুসরাত জাহানের প্রেগন্যান্সির খবরে শোরগোল থামছেই না।এবার সেই টপিক নিয়েই মুখ খুললেন মধুমিতা ।
মধুমিতা জানালেন, ‘নুসরত সাহসী মেয়ে, এবং মা হওয়ার সিদ্ধান্তটা ওঁর একটা সাহসী পদক্ষেপ। অবশ্যই বলব নুসরতের প্রেগন্যান্সি গ্লো সত্যি ওকে আরও সুন্দরী করে তুলেছে। বেবি বাম্পটাই যা দেখা যাচ্ছে, এর বাইরে শরীরের অন্য কোথাউ একফোঁটা বেবি ফ্যাট চোখে পড়ছে না। শুনছি শ্যুটিং সেটেও একইরকম এনার্জি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে… হ্যাটস অফ! আমি কোনওদিন ওঁর মতো এমন একটা সাহসী পদক্ষেপ নিতে পারব না, কারণ আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক ছুঁৎমার্গ রয়েছে।

বিয়ে না করেই সন্তানের মা হওয়ার ব্যাপারে, এবং সিঙ্গল মা হওয়ার বিষয়ে কী ভাবেন মধুমিতা? প্রশ্ন শুনে ছোটপর্দার ‘পাখি’র সাফ জবাব, ‘এই ব্যাপারে নুসরত কোনওরম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যে এটা ওর বিবাহ বর্হিভূত সম্পর্কের সন্তান কিনা, অথবা সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েও নুসরত কিছু বলেনি। তাই আমি এই নিয়ে কিছু বলব না, এটা ওর জীবন, এবং আমি কেউ নই ওকে বিচার করবার। ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, আমি নিজে বিয়ের বাইরে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্তে বিশ্বাসী নই, কারণ আমার মনে হয় আমাদের দেশে, বিশেষত কলকাতায় মানুষের মানসিকতা এখনও এতটা স্বাধীন হয়েছে যে তাঁরা এই সিদ্ধান্তটা সাদরে গ্রহণ করবে। যদি আমি অন্তঃসত্ত্বা হই,তবে আমি চাইব আমার ভাবী সন্তানের বাবার নামটাও সকলে জানুক কারণ সেটা আমাদের দুজনের সন্তান, দুজনের দায়িত্ব। আমার সাহসিকতার জন্য আমার সন্তান কষ্ট পাবে সেটা আমি কোনওদিন চাইব না’।
