এবার ‘বডিশেমিং এর বিষয় নিয়েই নতুন ছবির শ্যুটিং শুরু করবেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।ছবির নাম ‘ফাটাফাটি’।যাদের শরীর মেদ যুক্ত বা যাদের আমরা ‘মোটা’ বলে থাকি সেই মানুষগুলোকে জীবনে ঠিক কোন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই গল্পই এইবারে একেবারে বাঙালিয়ানার মোড়কে নিয়ে আসছে উইন্ডোস প্রোডাকশন। যেহেতু ‘স্থূলতা’ বিষয় এবং রয়েছে ৪০ উর্ধ এক দম্পতির গল্প সেই কারণেই মুখ্য চরিত্রে অপরাজিতা আঢ্য এবং অম্বরিশ ভট্টাচার্যকে বেছে নিয়েছেন পরিচালক অরিত্র।
ছবির ফার্স্টলুক যেন ম্যাগাজিনের কভার। তাতে গোলাপি হরফে বড় বড় করে লেখা রয়েছে বেশ কিছু ক্যাচলাইন। ‘স্টপ বডি শেমিং’, ‘নিজেকে ভালবাসুন’, ‘ইমপারফেক্ট ইজ পারফেক্ট’…যা সচরাচর প্রয়োগ হয়ে থাকে ‘মোটা মেয়েদের’ জন্যই।
আপাতত স্ক্রিপ্টের কাজ শুরু হয়ে গিয়েছে। অরিত্র আশা করছেন নভেম্বরের মধ্যে সমস্ত বিধি মেনে শেষ হয়ে যাবে শুটিংয়ের কাজও।

GIPHY App Key not set. Please check settings