শিলাদিত্য মৌলিকের নতুন শর্ট ফিল্ম ‘’স্বাদ অনুসার’ ।ভরম’ এর সাফল্যের পর ফের একটি শর্ট ফিল্ম তৈরী করলেন ছবির তিনি ।
এবার ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, কান সিং সোধা ও অনুরাধা মুখার্জি । ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম মমতা। মানসী চরিত্রে দেখা যাবে অনুরাধাকে, নীরজ চরিত্রে কবীর এবং শ্রীকান্তের চরিত্রের কান সিং সোধাকে দেখা যাবে।
ইতিমধ্যে সামনে এসেছে তার পোস্টার। ছবির গল্প একজন ধনী ব্যবসায়ীকে এক জলাশয়ে মেরে ফেলা হয়েছিল। তাঁর গায়ে বিভিন্ন জায়গায় রয়েছে ক্ষত, জামায় রক্তের দাগ। রাতভর বাইরে থেকে সকালবেলা তিনি যখন বাড়িতে এসে সকলকে তাঁর মৃত্যুর কথা বলেন, তখন বাড়ির লোক সে কথা বিশ্বাসই করতে চান না। এমনকি তাঁর আঘাত চিহ্ন, জামায় রক্তের দাগ সবই কোথায় যেন মিলিয়ে গেছে। স্ত্রী, শ্যালিকা এবং তাঁর বয়ফ্রেন্ডকে বারবার একই কাহিনী বলেও তাঁরা কিছুতেই মানতে নারাজ। শেষে তাঁর মনে এক সন্দেহের দানা বাঁধে। তাহলে কি তাঁর মৃত্যুর পেছনে রয়েছেন তাঁরই বাড়ির লোক? এভাবে ছবির গল্প এগোয়…”
https://www.facebook.com/105849911414013/posts/115182690480735/
‘স্বাদ অনুসার’-এর সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রতীক মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন রনজয় ভট্টাচার্য। গত অক্টোবরের শেষ হয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।শিলাদিত্য জানালেন, আগামী মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছোট ছবিটি।
GIPHY App Key not set. Please check settings