সম্প্রতি হয়ে গেল কলকাতার এক নামকরা রেস্টুরেন্টে পরিচালক অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায় এর নতুন ছবির প্রেস মিট। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। ছবির নাম “কভেট লেটার”। এটি একটি ইংরেজি ছবি। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন পৃথা সেনগুপ্ত, সাগ্নিক মুখার্জি, ঐশিকা ব্যানার্জি, অর্পিতা চ্যাটার্জি, পম্পা ব্যানার্জি প্রমুখ। এই ছবিতে মিউজিকের একটি দারুণ ভূমিকা রয়েছে। সঙ্গীত পরিচালনায় চিরন্তন ব্যানার্জি এবং ব্রিটিশ সুরকার পিটার ডি মনসি-কোনেগ্লিয়ানো।
“আ ফাউল মাউথ ফিল্মস’’-এর ব্যানারে চন্দ্রজিৎ চ্যাটার্জি এর প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবিটি। সবকিছুর পিছনেই একটা যুক্তি থাকতে হবে বা যুক্তি খাঁড়া করতে হবে এমন ধারণায় বিশ্বাসী নন অভিনেতা-পরিচালক অনিন্দ্য ব্যানার্জি। তাই দুটি অ্যান্টি লজিক ফিল্ম তৈরি করে ফেললেন তিনি। এবার নির্মাণের পথে তৃতীয়টি।
‘স্মাগ’, ‘ওয়াচমেকার’-এর পর নির্মাণের পথে ‘কভেট লেটার’।
GIPHY App Key not set. Please check settings