কাম অন ওয়েব সিরিজ থেকে ডেবিউ করছেন সুদীপ্তা ব্যানার্জী। পরিচালক অরিন্দম চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘কাম অন’। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং রাজদীপ গুপ্ত। এছাড়াও দেখা যাবে শুভাশিষ মুখোপাধ্যায়, ডালিয়া ঘোষ ও অনিন্দিতা সরকারকে ।

ডিজিফ্লিক্স’ ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগিরই দেখা যাবে ‘কাম অন’ সিরিজটি ।
