আগামী ২৬ তারিখ আড্ডা টাইমস্ এ আস্তে চলেছে এই ‘সেনাপতি’র দ্বিতীয় সিজন। এইবার গল্প আরও জোরদার। সমাজবিরোধী মধ্যবিত্য এই পরিবার শক্তি এবং ক্ষমতার জোরে কী ভাবে নিজেদের প্রতিপত্তি ও সাম্রাজ্য বাড়িয়ে ফেলে সেটাই উঠে আসবে এই সিরিজে।
৭০ এর দশকের টান টান গল্প উঠে আসবে এই সিরিজে । এই সিরিজে মুখ্য ভূমিকায় থাকছেন প্রতীক দত্ত, শাওলী চট্টোপাধ্যায়, শুভদীপ বন্দোপাধ্যায়, রাকেশ মেহরা , প্রদীপ চট্টোপাধ্যায় প্রমূখ।আগের সিজনের সাফল্যের পরে এই সিজনও যে সবার মন জয় করবে সে বিষয়ে আশাবাদী পরিচালক রিংগো ব্যানার্জী ।
GIPHY App Key not set. Please check settings