সৌপ্তিক চক্রবর্তীর (Souptik Chakraborty) পরিচালনায় Klikk-এ আসছে নতুন ওয়েব সিরিজ, ‘খেলা শুরু’। আর ওই ওয়েব সিরিজেই অভিনয় করছেন রণিতা দাস (Ranita Das) ও ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)।এই ওয়েব সিরিজের গল্প এগোবে অভিষেক-শ্রেষ্ঠার গল্প নিয়েই।
গল্পে অভিষেকের চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে এবং শ্রেষ্ঠার চরিত্রে দেখা যাবে রণিতাকে। এছাড়াও দেখা যাবে ভ্যালেরি বিদাউত, সুজয় প্রসাদ চ্যাটার্জী, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অসীম রায় চৌধুরী, শ্রেয়সী সামন্ত, সৌপ্তিক সি., সায়নী চক্রবর্তী প্রমুখেরা। সিরিজের পরিচালক -সৌপ্তিক সি ও স্ক্রিপ্ট এবং ডায়ালগ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ৯ পর্বের এই ওয়েব সিরিজে থাকছে ভৌতিক রহস্যও।
GIPHY App Key not set. Please check settings