‘রূপকথা রেডিও শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। সম্প্রতি হয়ে গেলো ‘রূপকথা রেডিও’-র ট্রেলার লঞ্চ ।
উত্তর কলকাতার একটি পরিবারের জীবনযুদ্ধের তুলে ধরা হয়েছে ‘রূপকথা রেডিও’ ওয়েব সিরিজটিতে। পুজোর সময় স্থানীয় এক প্রোমোটারের কুনজর পড়ে ওই পরিবারের বাড়িটির দিকে। বাড়ি ভেঙে বহুতল বানাতে চান ওই প্রোমোটার। এই টালমাটাল পরিস্থিতিতে ওই পরিবারে ভাড়ায় থাকতে আসেন এক যুগল। এই যুগলের উপস্থিতিতে কীভাবে বদলাবে সমীকরণ, তবে কি নিজেদের পূর্বপুরুষের বাড়ি প্রোমোটারের হাতে তুলে দেবেন ওই পরিবার, নাকি রুখে দাঁড়াবেন তাঁর বিরুদ্ধে, এই প্রেক্ষাপটেই সিরিজটির গল্প ।
ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সুজাতা দাও, লামা হালদার প্রমুখ।
GIPHY App Key not set. Please check settings