ফ্যাশন হচ্ছে এমন এক ধারা, যা গৃহীত হয়, কিন্তু অবহেলিত হয় না। একজন শিল্পীর বিভিন্ন শৈল্পিক ক্রিয়াকলাপের উপর ভিওি করে ফ্যাশনের উদ্ভাবনা। পোশাকের ব্যবহারের ভিন্নতা থেকে ফ্যাশন কথাটির উৎপওি। ফ্যাশন হচ্ছে যুগধর্মী স্টাইল প্রচলিত ধারায় স্থানে যা গ্রহণযোগ্য হয় অর্থাৎ প্রচলিত কোনো স্টাইলের ব্যাপক ব্যবহারই হচ্ছে ফ্যাশন। একটি নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট স্থানে যে প্রবণতা প্রশংসিত হয় এবং একে অন্যকে তা অনুকরণ ও অনুসরণ করে তাই ফ্যাশন। সেই ধারা কে বজায় রেখেই আসছে Fashion Fire 2021″
মুক্তি পেল “Fashion Fire” এর প্রথম পোস্টার। এটি একটি মিউজিক ভিডিও।
মুখ্য ভূমিকায় রয়েছেন বিদিশা দে মজুমদার, জিয়া চ্যাটার্জী ও শ্রুতি বর্ধনকে।
এটি প্রযোজনা ও পরিচালনায় করেছেন শুভজিৎ ব্যানার্জি।
মেকআপ করেছেন দেবাঞ্জন চক্রবর্তী ।
সিনেমাটোগ্রাফিতে আছেন অরিজিৎ সাহা ও অনিশ সাহা ।
মার্কেটিং ম্যানেজার রয়েছেন বুলান ঘোষ ।
এবং ডিজাইনার হিসেবে রয়েছেন তম্ময় বিশ্বাস।
“Fashion Fire 2021” এর শুটিং লোকেশন : নিউ দীঘা ও তাজপুর । “Fashion Fire 2021” ভিডিওটি মুক্তি পাবে জানুয়ারি মাসেই।
GIPHY App Key not set. Please check settings