মুক্তি পেল টলিউড সুপারস্টার দেব (Dev) অভিনীত আগামী ছবি ‘টনিক’-এর ট্রেলার (Tonic Trailer Released)। ছবি মুক্তি পাচ্ছে বড়দিনে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ও শকুন্তলা বড়ুয়া।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। প্রযোজনা করছেন বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
দেব বলেন, “সকলকে নিয়ে দেখার মতো ছবি টনিক । মানুষকে আনন্দ দেবে এই ছবি । একইসঙ্গে প্রবীণ নাগরিকদের কথাও ভাববে । তারা জীবনে কতটা একলা এই ছবি সেই কথাও বলে । এই মানুষগুলিকে আমাদের সঙ্গ দেওয়া উচিত । একটা সময় তাদের জন্যই তো আমরা বড় হয়ে উঠি ।”
“দেব এবং পরান দা এবং পুরো স্টারকাস্টের সাথে কাজ করার একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার।
গল্পটি সমস্ত বয়সের দর্শকদের কাছে আবেদন করবে, এইভাবে সিনেমার নামের পরিপূরক হবে,
টনিক। এখানে টনিক আসলে অনুঘটক, যিনি প্রতিটি সমস্যার সমাধান নিয়ে আসেন”, বলেন
পরিচালক অভিজিৎ সেন।
GIPHY App Key not set. Please check settings