পরিচালক সৌম্যজিৎ মজুমদার ডেবিউ করছেন । তাঁর প্রথম ছবি ‘হোমকামিং’। সম্প্রতি শেষ হল শ্যুটিং। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড ও টলিউডের একঝাঁক শিল্পীকে। রয়েছেন সায়নী গুপ্ত, সোহম মজুমদার,সায়ন ঘোষ, তুহিনা দাস, প্রিয়ঙ্কা মণ্ডল ,তুষার পাণ্ডে, হুসেন দালাল। এ ছাড়া থিয়েটারের একগুচ্ছ মুখও দেখা যাবে এই ছবিতে।
‘এপিসোডিক সিনেমা’ (Episodic Cinema) জঁনারের এই ছবিটি ইংরাজী,হিন্দি ও বাংলা- এই তিনটি ভাষাতে তৈরি হবে।
একটি নাটকের দল ভেঙে যাওয়া এবং তার সদস্যদের একত্রিত হওয়া নিয়ে ছবির মূল গল্প। এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সমীর রাহাত।এর আগে ছবির পরিচালক সৌম্যজিৎ, বহু বলিউড ও টলিউড ছবিতে কাজ করেছেন।

সব ঠিক থাকলে এই বছরই মুক্তি পাবে ‘হোমকামিং’।
