মুক্তি পেয়েছে পরিচালক সৌম্যজিত আদকের নতুন ছবি “অল্প হলেও সত্যি“। এটা পরিচালক সৌম্যজিত আদকের প্রথম বড়ো ছবি। অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস, দর্শনা বনিক, রিষভ বাসু, শ্রীজনি মিত্র।
গল্পে দুটি জুটি দেখানো হয়েছে। বেশ ভালো বুনন করেছে গল্পের শুরু আর শেষ টা। একজন ক্যান্সারের রোগীর চরিত্রে সৌরভ দাস বেশ প্রশংসনীয়। তার লুক ও বেশ মানানসই। যার বিপরীতে অমৃতা চরিত্রে দর্শনা খুব ভালো অভিনয় করেছেন। সিনেমায় দুটি গান আছে। একটি গান গেয়েছেন শাহানা বাজপায়ী ও অন্য গান টি গেয়েছেন ইশান মিত্র। তবে সিনেমার প্রথম গান “মুখ ফেরায় না মন” গান টি বেশি ভালো লাগার গান। নতুন মুখ শ্রীজনি মিত্রর এটি প্রথম বড়ো ছবি। সিনেমায় দ্বিতীয় ভাগে শ্রীজনি মিত্র খুব ভালো অভিনয় করেছেন। প্রথম ছবি হিসাবে সৌম্যজিত আদক ভালো পরিচালনার পরিচয় দিয়েছেন। তবে গল্পের কিছু কিছু জায়গায় ক্যামেরার দৃশ্য ফ্রেম কেটে গিয়েছে। সবমিলিয়ে আমরা “অল্প হলেও সত্যি” এর জন্য আউট অফ ফাইভ থ্রি দিলাম। একটা নতুন প্রেমের গল্প দেখা যায় আরো একবার, যার নাম “অল্প হলেও সত্যি“।
GIPHY App Key not set. Please check settings