মুক্তি পেল দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর ট্রেলার।
এইবারের এই সিজনে মুখ্য চরিত্রে আছেন সৌরভ ও স্বস্তিকা মুখোপাধ্যায়।এর আগে সৌরভকে ‘চরিত্রহীন’-এর অন্য সিরিজগুলিতে দেখা গেলেও স্বস্তিকাকে এই প্রথম দেখবেন দর্শকেরা।
সতীশ, কিরণময়ী, অভয়, নিরুপমা ও রাবেয়াদের গল্প নিয়ে তৈরি ‘চরিত্রহীন ৩’।’চরিত্রহীন ১’-এ দেখা গিয়েছিল গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, সায়নী ঘোষ এবং নয়না গঙ্গোপাধ্যায়কে।দ্বিতীয় সিজনে ছিলেন নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ ও সৌরভ চক্রবর্তী।
সতীশের ভূমিকায় রয়েছেন সৌরভ দাস, রাবেয়ার ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, কিরণের ভূমিকায় নয়না গঙ্গোপাধ্যায়। অভয়ের চরিত্রে রয়েছেন সৌরভ চক্রবর্তী, নিরূপমার ভূমিকায় মুমতাজ সরকার।
প্রকাশ্যে এল ‘চরিত্রহীন ৩’-এর নতুন গান। মুক্তি পাওয়া গানটি লিখেছেন দেবালয় ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ইশান।যখন একাকীত্বের যন্ত্রণা সবাইকে গ্রাস করে,তখন মানুষ চায় চোখ ঢেকে যতটা তাদের ভুলে থাকা যায়। এই গানটির মাধ্যমে সেই দৃশ্যই স্পষ্ট ফুটে উঠেছে।একাকীত্বের এই গানটি গেয়েছেন ইশান মিত্র।
GIPHY App Key not set. Please check settings