আরজে ফিল্ম এন্ড ওয়ার্কশপ এর প্রযোজনায়, মা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে তৈরি ওয়ার জার্নি টু উইন ছবিটি মুক্তি পেল প্রেক্ষাগৃহে। ১৯ মার্চ অ্যাক্রপলিস মলে ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রতীক, তিথি, শান্তিলাল মুখোপাধ্যায় সহ ছবির মুখ্য চরিত্ররা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, সংগীতশিল্পী শীর্ষা, সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ মহাপাত্র প্রমুখ। ছবিটি পরিচালনায় শ্রীজিৎ।
ছবিতে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায় । তার কথায়, ‘এই ছবিটা গত বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে অবশেষে এত দেরিতে মুক্তি পেল। এখন যদিও পুরোপুরি করোনা মুক্ত হওয়া যায়নি। তবু আমরা নর্মাল লাইফের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। অফিস কাছারি, বিয়ে বাড়ি, বেড়াতে যাওয়া সবই চলছে। রাজনৈতিক মিছিলও হচ্ছে, তবে সিনেমা দেখতে আসতে বাধা কোথায়?’ সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার অনুরোধ জানান তিনি।

GIPHY App Key not set. Please check settings