৮ জুলাই মুক্তি পেল পরিচালক আকাশ মালাকারের বাংলা ছবি প্রথম বারের প্রথম দেখা। নবাগত জুটি আর্য দাশগুপ্ত ঋত্বিকা সেন ছবিতে ,১২ ক্লাসের ছাত্র বান্টি ও ১১ ক্লাসের ছাত্রী কুহেলির চরিত্রে অভিনয় করেছেন।
ছবির মুখ্য উপাদান গরীব নায়ক, ধনী নায়িকা। ফর্মুলা পুরানো। কিন্তু নতুন আঙ্গিক। ছবির আর এক আকর্ষণ এই জুটির প্রেমকে সফল করতে চার বন্ধুর অবদান।
ছবির সহযোগী শিল্পীরা হলেন খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রসূণ গায়েন, পার্থসারথি, রাজু মজুমদার, রাজেশ, অর্পণ প্রমুখ। সঙ্গীত পরিচালক দেবব্রত। এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট নিবেদিত ও আকাশ মালাকার পরিচালিত প্রথম বারের প্রথম দেখা ছবির প্রিমিয়ার হলো দক্ষিণ কলকাতার লেক মলের হলে।
P.C : Bulan
GIPHY App Key not set. Please check settings