in

৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকার কলমকে সামনে রেখে আইসিসিআরে শুরু হল দ্বিতীয় পেন মহোৎসব

জার্মান-এর বাভারিয়া কোম্পানীর ৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকার কলমকে সামনে রেখে কোলকাতার আইসিসিআর-এ শুরু হল ‘দ্বিতীয় পেন মহোৎসব’।

আজ দুপুরে নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ বিভাগের দুই আমলা অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, এ জি বেঙ্গল-এর আধিকারিক তথা লেখিকা যশোধরা রায় চৌধুরী, ডঃ স্বাতী গুহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সেবানিবৃত্ত বিচারক শুভ্রকমল মুখার্জি, পুলিসের মহাপরিদর্শক সব্যসাচী রমন মিশ্র সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষিত জনগণের স্বাভিমানকে উস্কে দিয়ে ‘ঝর্ণা কলম’-এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে কোলকাতায় শুরু হল ‘দ্বিতীয় পেন মহোৎসব’।

‘কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস’-এর পরিচালনায় ও ‘পেন ক্লাব’-এর সহযোগিতায় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোলকাতার ‘ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ সংক্ষেপে আইসিসিআর-এ চলবে এই চিত্তাকর্ষক ‘পেন মহোৎসব’।

আয়োজক সংস্থার তরফ থেকে প্রসেনজিৎ গুছাইত জানিয়েছেন, ‘ঝর্ণা কলম’-এর প্রতি নব প্রজন্মের ভালোবাসাকে উৎসাহ দিতে কোলকাতায় আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় পেন মহোৎসব’।
গত বছর ‘পেন উৎসব’-এ এমন কিছু কলম প্রদর্শিত হয়েছিল যার এক একটার একক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।”

Report

What do you think?

100 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

চৈত্র সংক্রান্তিতে নববর্ষের পঞ্চম ব্যঞ্জন উপহার দিল ইইএমপি

Health Experts Express Concerns Over Rising Cases of Liver and Gastric Diseases in Eastern India