লেকটাউনের হেড টার্নার্স বিউটি স্যালনে বিশিষ্ট মডেল অ্যাডোলিনা গাঙ্গুলির হাত দিয়ে উদ্বোধিত হল ক্যালিক্স নামের একটি কেরাটিন ব্র্যান্ড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যালনের অন্যতম কর্ণধার পঙ্কজ কিল্লা, মডেল অ্যাডোলিনা গাঙ্গুলি, হেড টার্নাসের মার্কেটিং হেড নারায়ণী ব্যানার্জী, ক্যালিক্স ব্যান্ডের কর্ণধার প্রীতি প্রজাপতি সহ আরও স্যালনের অন্যান্য সদস্যরা।
P.C : Bulan Ghosh
