বিয়ে সারলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি সায়ন্তনী-ইন্দ্রনীল। বেশ কিছুদিন ধরেই সায়ন্তনী সেনগুপ্তের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে একের পর এক ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। টলি পাড়ার কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সেরে ফেললেন সায়ন্তনী, ইন্দ্রনীল। উপস্থিত ছিলেন গীতশ্রী ,উষশী ,চন্দ্রেয়ী ঘোষ রুকমা,ব্রাত্য বসু বিদীপ্তা চক্রবর্তীদেরও দেখা যায়।
এক্কেবারে অন্যরকম সাজে বিয়ের পিঁড়িতে হাজির হন সায়ন্তনী ও ইন্দ্রনীল।
ক্যামেরায় : বুলান ঘোষ
GIPHY App Key not set. Please check settings