বাইপাসের ধরে এক হোটেল সাংবাদিক বৈঠক এর মাধ্যমে তাঁদের পথ চলা শুরু করলো আলায়েন্স পাইপ। অনুঠানে উপস্থিতি ছিলেন, সংস্থার কর্ণধার (মালিকের nam) সংস্থার আরেক ডাইরেক্টর (মালিকের ছেলের নাম) ও বিভিন্ন পিভিসি পাইপ ডিস্ট্রিবিউটররা।
সংস্থার ইঞ্জিনিয়ার দাবি করেন, বাজারের চলতি পিভিসি পাইপ থেকে আলায়েন্স পাইপ অনেক বেশী ভালো। উৎকৃষ্ট উপাদান দিয়ে তৈরি। এবং এই আলায়েন্স পাইপ দীর্ঘ মেয়াদি ব্যবহার করা যাবে।
সংস্থার কর্ণধার বলেন আলায়েন্স পাইপ গুজরাটের সংস্থা হলেও গত একুশ বছর ধরে কাজ করছে। এবার পশ্চিম বাংলা ও উত্তর পূর্ব ভারতে বাণিজ্য করতে চাইছে।