সমরেশ মজুমদারের লেখা ‘এই আমি রেণু’ উপন্যাস অবলম্বনে আসছে সৌমেন সুরের প্রথম ছবি,’এই আমি রেণু’ ।সম্প্রতি শহরের একটি রেস্তরাতে মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার।বরেনের ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী , সুমিতের চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী। এছাড়া অশোকের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।এছাড়াও দেখা যাবে অলিভিয়া সরকারকে

ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির গীতিকার ও সুরকার রাণা মজুমদার।ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৈলাস খের, মোনালি ঠাকুর।‘অংশ মুভিজ’ প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৯ এপ্রিল।
