সেভেন হর্স প্রোডাকশনের ব্যানারে আগামী ১২ ই নভেম্বরে ২০২১ শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক বিপ্লব কয়াল এর প্রথম ছবি ” কাঁটা তারের বেড়া“। গতকাল এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেলো পার্ক সার্কাস এর কাছে একটি হোটেলে। এক সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক বিপ্লব কয়াল জানালেন ছবির বিষয় সম্পর্কে। কাহিনী তার ই লেখা।বাংলাদেশ থেকে এক ব্যাবসাদার, তাঁর স্ত্রী ও চার মাসের একটি শিশু কে নিয়ে কলকাতায় আসে। কলকাতায় হঠাৎ চুরি হয়ে যায় বাচ্চাটা। খোঁজ করতে গিয়ে অনেক ঘটনা ঘটে, পরবর্তী সময়ে বাচ্চাটাকে বাংলাদেশে কি ভাবে পৌঁছে দেওয়া হয় এই নিয়েই ছবি ” কাঁটা তারের বেড়া”। শিশু পাচার, বেআইনি কার্যকলাপ, পুলিশ, নেতা সব এই ঘটনায় কি ভাবে জড়িয়ে পড়ে তাই দেখানো হয়েছে ছবিতে।
ছবির শুটিং হয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর ও কলকাতায়। ২০১৯ – ২০২০ এ এই ছবির শুটিং হয়েছে। প্রযোজনা করেছেন বিপ্লব কয়াল। চিত্র গ্রহণ করেছে শেখ সায়েদ রাজু, সম্পাদনা অশোক দোলাই। এই ছবির কথা ও সুর সুইটি গুপ্ত। সংগীত পরিচালনা করেছেন রিতেশ ও অরিন প্রসেনজিৎ দাস। গান গেয়েছেন দেবপ্রিয় দাস। দু ঘন্টার ছবি এটা। এই ছবিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দেবরাজ মুখার্জী, অঙ্কুশ মন্ডল, বিদিশা পাল, দীপ দাস, অভিলাষ চক্রবর্তী এবং জয় ব্যানার্জী। এক কথায় ছোট বড় সকলের দেখার মতন ছবি কাঁটা তারের বেড়া ।
P.C : Bulan Ghosh
GIPHY App Key not set. Please check settings