মাঘী পুর্ণিমার পবিত্র তিথিতে কোলকাতা পৌরনিগম-এর ২৭ নম্বর ওয়ার্ড (Word Number 27, Kolkata Municipal Corporation)-এর সুকিয়া স্ট্রীট ও কৈলাশ বোস স্ট্রীটের সংযোগ স্থলে কৈলাশ বোস স্ট্রীট (Kailash Bose Street, Kolkata)-এর উপর উন্মোচিত হল তারামায়ের মন্দির।
আজ সকালে উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় [Sudeep Bandyopadhyay, MP (Nrth Kolkata)] সহ কোলকাতার রাজনৈতিক জগতের একঝাঁক উজ্জ্বল মুখের উপস্থিতিতে তারামায়ের মন্দিরে পূজার্চনা শুরু হয়।
মায়ের মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বোস (Sadhana Bose, Chairman Borough iv KMC), কোলকাতা পৌরনিগমের অপর পৌরপিতা স্বপন সমাদ্দার (Swapan Samaddar, Councillor, KMC), তৃণমূল কংগ্রেস-এর ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজকিশোর গুপ্ত (Raj Kishore Gupta, President, Word Number 27), স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গুপ্ত (Menakshi Gupta, Councillor, Word Number 27, KMC) সহ স্থানীয় অঞ্চলের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত উল্লেখ্য, তারামায়ের মন্দির সংলগ্ন রাস্তার ধার সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছেন স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গুপ্ত।
এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম গুপ্ত (Goutam Gupta, Social activist) জানিয়েছেন, “এই মন্দির নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর ভাবাবেগকে মর্যাদা দেওয়া হয়েছে। মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে আজ ভাণ্ডারা হবে।”
GIPHY App Key not set. Please check settings