নতুন বছরে ভক্তদের জন্য বিশেষ ‘উপহার’ দিলেন জিৎ। তাঁর নতুন ছবি ‘বাজি’র গান ‘আয় না কাছে’ মুক্তি পেলো আজই । ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। ছবির সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।গানটি গেয়েছেন নাকাশ আজিজ । পরিচালনায় অংশুমান প্রত্যুষ।দীপাবলিতে প্রকাশ্যে এসেছিলো ছবির টিজার।এবার প্রকাশ্যে এলো ছবির গান ।
২০২০-র লকডাউনের ঠিক আগে আগেই ‘বাজি’র শ্যুটিংয়ে লন্ডন উড়ে গিয়েছিলেন জিৎ, মিমি সহ গোটা টিম। তবে আচমকা করোনার হানা ও লকডাউন ঘোষণার কারণে মাঝ পথেই দেশে ফিরতে হয়েছিল টিম ‘বাজি’কে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হতে ফের লন্ডনে গিয়ে ‘বাজি’র কাজ শেষ করেন জিৎ-মিমি সহ অন্যান্যরা। সব ঠিকঠাক থাকলে ঈদে মুক্তি পাবে ‘বাজি’।
GIPHY App Key not set. Please check settings