ওভারসিস কনসালটেনসি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড উদ্দোগে ‘ওভারসিস এডুকেশন ফেয়ার ২০১৮’ অনুস্ঠিত হতে চলেছে ২৩শে জুন শনিবার দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে । সকাল ১১.৩০ থেকে শুরু হবে চলবে বিকেল ৪.৩০পর্যন্ত।
এদিন বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন । জানা যাবে সমস্ত তথ্য । এই ইভেন্টে ছাত্রছাত্রীদের অংশগ্রহনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না । সম্পূর্ন বিনা খরচে এই ফেয়ারে যোগ দিতে পারবে । বুধবার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এর সাংবাদিক সম্মেলন হয়ে গেল এবং অনুস্ঠানিক উদ্বোধন হয়ে গেল ইউ এস কনসুলেট জেনারেল , কলকাতা জোনাথন ওয়ার্ড-এর উপস্থিতিতে ।
রামিজ আলি আহমেদ