বলিউডের পর এবার ‘আঁখ মারে’ গানের রিমিক্স জ্বরে কাঁপছে টলিউড। সম্প্রতি টেলি নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাঁর ফ্যানদের জন্য ‘আঁখ মারে’ গানের তালে নেচে হৈ চৈ ফেলে দিয়েছেন স্যোশাল মিডিয়ায়। এমনিতেই এই সুন্দরী নায়িকা দারুণ নাচ করেন। অনেকেই তাকে টলিউডের ডান্সিং ডিভা বলে থাকেন।
সেই সায়ন্তিকাই ‘সিম্বা’ ছবির রিমিক্স গানের তালে নেচে তাঁর ফ্যানদের উপহার দিয়েছেন।
প্রায় সাত লাখের উপর ভিউ হয়ে গেছে ইতিমধ্যে। প্রসঙ্গত বলিউডেও বহু সেলেব ‘সিম্বা’ছবির এই গানের তালে নেচে স্যোশাল মিডিয়ায় দিয়েছেন। তবে টলিউডে সায়ন্তীকাই প্রথম এই নাচ স্যোশাল মিডিয়ায় দেন।