শহর জুড়ে প্রেমের মরশুম। রাত পোহাতেই ভ্যালেন্টাইনস ডে। তার আগে মুক্তি পেয়ে গেলো নেটওয়ার্ক ছবির রোম্যান্টিক গান দিওয়ানা বলে ডাকে আমায় গেয়েছেন শান ও জয়িতা রায় ।
ছবিটি পরিচালনা করেছেন সপ্তাশ্ব বসু ।
সপ্তাশ্ব বসুর প্রথম ছবি নেটওয়ার্ক। রহস্য, রোমাঞ্চকর গল্প হলেও সেখানে রয়েছে প্রেমের আভাস।
শত্রুজিৎ দাশগুপ্তের কথায় ও ডাব্বুর সুরে ।
অনিন্দ্য চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় , সব্যসাচী চক্রবর্তী, ভাস্কর ব্যানার্জি, সপ্তর্ষি রায়, কার্তিকেয় ত্রিপাঠী প্রমুখ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।