ডিসেম্বর পড়ে গেছে।আর ডিসেম্বর মানেই কেকের রমরমা।আর কেক প্রেমীদের কাছে সুখবর- দক্ষিন কলকাতার ১/৫,বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপে(ব্লক-এইচ,পাটুলি পুলিস স্টেশনের পাসে,জাভেদ হাবিব পার্লারের নিচে) ‘কেকস’-এর নতুন শাখার উদ্বোধন হয়ে গেল আজ।



গৌরবময় ১২ বছরে এই নিয়ে তাদের ১৩টম ব্রাঞ্চের উদ্বোধন হল।হাজির ছিলেন টলিউউের হার্টথ্রব এনা সাহা, অভিনেত্রী মডেল সুমেধা,কোয়েল দাস,দেবযানী কর।কেকের অনেক নতুন আইটেম পাওয়া যাবে ‘কেকস’ -এর নবতম ব্রাঞ্চে।

Written By : Ramiz
P.C : Bulan