আমাদের প্রত্যেকের জীবন একটি ঘূর্নায়মান কক্ষপথের মত। মাঝে মাঝে কিছু নুড়ির মত অংশ তার থেকেই ঝরে পড়ে। কিছুকাল পরে ফিরে তাকালে সেই ঝরে পড়ার মুহূর্তটাই মনে হয় তারা খসা। কারণ মানুষ ও সম্পর্ক গুলো স্মৃতিতে নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। আমরা উপলব্ধি করি যারা চলে যায়, তারা আসলে আর কোনোদিনই ফিরে আসে না। কিন্তু স্মৃতিচারণের একটা সুগন্ধী গায়ে মেখে থাকলে তার মূর্ছনাটাও বড় মনোরম।
এরকম ভাবেই আমাদের প্রত্যেকের জীবনের তারা খসে পড়ার মুহূর্তগুলোকে রজতশুভ্র মজুমদার তাঁর সেরা দশটি কবিতায় শব্দ দিয়ে এঁকেছেন, তাঁর কবিতা পাঠ অনুষ্ঠানে পাঠে থাকবেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় ও দোয়েল বড়ুয়া। কবিতা পাঠকে আরও মাধুর্য দিয়ে বেঁধে রাখতে রবীন্দ্রনাথের গানে থাকছেন মোহন সিং ও শ্রাবনী সেন। নৃত্য পরিবেশনায় থাকছেন ভরতনাট্যম শিল্পী রাজদীপ ব্যাণার্জী ও তাঁর গ্রুপ।
জীবনের কোনো ঝড়া পালকের ছবি মননে ধরে রাখতে চলে যেতে পারেন, আগামী ৬ অক্টোবর, সন্ধ্যে ৬টায় মহাজাতি সদনে, রেডবাড মিডিয়া আয়োজিত মহালয়ার শুভ প্রাক্কালে ছেড়ে যাওয়া মানুষ ও সম্পর্কের স্মৃতিচারণায় “তর্পন”-হুইস্পারিং দ্য মেমোরিজ।